মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ডাক্তার হবার যে স্বপ্ন শৈশব থেকে নিজেদের মধ্যে লালন করে থাকে তাদের সেই স্বপ্নকে স্বপ্নবীজ থেকে মহীরুহে রূপ দেওয়া এবং তাদের সাদা এপ্রোনের বর্ণিল জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্যই সহায়ক বন্ধু হিসেবে উন্মেষের আবির্ভাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই উন্মেষ পরিবার সর্বদা মুখস্থ বিবর্জিত শিক্ষার্থীদের সন্ধানে বিভোর। কেননা, উন্মেষ পরিবার মনে-প্রাণে বিশ্বাস করে, নির্ধারিত পাঠ বুঝে পড়া, সূক্ষ্ম চিন্তাশক্তি, অধ্যবসায়, প্রত্যয় এবং সর্বোপরি নৈতিকতার সংস্পর্শেই একজন শিক্ষার্থী পেতে পারে তার কাঙ্খিত সাফল্য। তাই শুরু থেকেই একজন শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি পরিশোধিত মানুষ হিসেবে গড়ে তোলে, এমন শিক্ষা প্রদানে উন্মেষ পরিবার বরাবর-ই সচেষ্ট। সর্বোপরি জীবন পথের কিছুটা ক্রান্তি, কিছুটা শ্রান্তির বাইরে যে মসৃণতা, তার দেখা পেতে একজন শিক্ষার্থী যাতে অভ্যন্তরীণ তাড়না বোধ করে, সেই বোধটুকু জাগরণের দায়িত্ব উন্মেষ অপরিমেয় সন্তোষেই গ্রহণ ও ধারণ করে থাকে সবসময়। উন্মেষ - সংস্পর্শেই হোক স্বপ্নের বিকাশ।